স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে যুব আন্দোলনের বিক্ষোভ

করোনার চিকিৎসায় ব্যর্থতার অভিযোগ এনে স্বাস্থ‌্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন, ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মানসুর আহমাদ সাকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, শেখ মুহাম্মাদ নূর-উন-নাবী, এইচ এম জহিরুল ইসলাম প্রমুখ।

কে এম আতিকুর রহমান বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিয়ে সব পর্যায়ের মানুষ এখন ত্যক্ত-বিরক্ত। কোভিড-১৯ টেস্ট, চিকিৎসাসেবা, ডাক্তার-নার্সদের সুযোগ-সুবিধা সব ক্ষেত্রেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা ফুটে উঠেছে। তাই অতি দ্রুত স্বাস্থ্য খাতকে গতিশীল করতে ব্যর্থ ও অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’ করোনা টেস্টে ফি বাতিলের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় ঘুরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Share this post

scroll to top