আদালতে জামিন নামঞ্জুর : কারাগারে হিরো আলম

স্ত্রীকে নির্যাতন ও যৌতুক মামলায় বগুড়া সদর থানা পুলিশের হাতে বুধবার গ্রেফতার হন আলোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। স্ত্রী সাদিয়া আক্তার সুমির দায়েরকৃত মামলায় আটকের পর বৃহস্পতিবার হিরো আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় হিরো আলমকে বগুড়ার সদর আমলী আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর হিরো আলমকে আদালতের হাজতখানায় কিছু সময় রেখে দুপুর ২টায় বগুড়া কারাগারে নেয়া হয়।

এদিকে হিরো আলমকে দেখতে উৎসুক জনতা সকাল থেকেই সদর থানা ও আদালত চত্বরে ভিড় করেন। এসময় জনতা সামলাতে পুলিশকে বেগ পেতে হয়।
এর আগে বুধবার সাড়ে ১০টায় বগুড়ার কবি নজরুল ইসলাম সড়ক থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

বুধবার রাত ১১টায় থানায় হিরো আলম সাংবাদিকদের জানান, পুলিশ মামলা আপোষের কথা বলে তাকে থানায় ডেকে নেয়।

এর আগে হিরো আলমের বিরুদ্ধে স্ত্রী সুমিকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে থানায় এজাহার দাখিল করেন তার শ্বশুর সাইফুল ইসলাম। তবে স্ত্রীর কাছে যৌতুক দাবি করার কথা অস্বীকার করেছেনে হিরো আলম।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top