স্ট্রোক করলে ওরা আমাকে ফেলে রেখে চলে যায় : গাঙ্গুয়া

ফিল্ম ক্লাবে বসেই স্ট্রোক করেছিলাম। সে সময় সদস্যরা হাসপাতালে নিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু হাসপাতালে কোনোরকম ফেলে রেখেই চলে গিয়েছিল সবাই। আমার মেয়ে এসে স্কয়ার হাসপাতালে নিয়ে গিয়েছিল। এই ক্লাবে আমার প্রাপ্তি নেই। তারপরেও আসি এখানে।

কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক গাঙ্গুয়া। সোমবার বিকেলে ফিল্ম ক্লাবের নির্বাচনে ভোট দিতে এসে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। জনপ্রিয় এই খল অভিনেতা বলেন, আমি চাই ফিল্ম ক্লাব যেন সদস্যদের বি’পদে পাশে দাঁড়ায়। তাহলে হয়তো এই সংগঠনের প্রতি আ’স্থা তৈরি হবে।

গাঙ্গুয়া বলেন, দ্বিতীয়বার যখন অ’সু’স্থ হই তখনও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল। আমাকে ফিল্ম ক্লাব থেকে কেউ কোনো সহায়তা করেনি। তবুও কেন যে এক অ’দ্ভু’ত টানে চলে আসি এখানে, আমি নিজেও জানি না।

বর্তমানের চলচ্চিত্রের অবস্থা নিয়ে গাঙ্গুয়া বলেন, এখন চলচ্চিত্রের দু’র্দি’ন চলছে। এই দু’র্দি’নে এফডিসিতে এসে খুব অ’স’হায় লাগে। আমি হয়তো ছোট সংসারের কারণে টিকে আছি। কিন্তু আমার অনেক সহকর্মী এখানে কাজহীন অবস্থায় থাকে। দেখলেই খারাপ লাগে। আমার হাতেও কোনো কাজ নেই।

Share this post

scroll to top