সৌদি আরব-কাতারে বাড়ছে করোনা রোগী, ঝুঁকিতে প্রবাসীরা

সৌদি আরবে আজ শুক্রবার নতুন করে তিন হাজার ৯২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৯ হাজার ৯৪২ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৬ জন। এর ফলে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৯৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে ২৮৯ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন বলে স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন।

এদিকে, কাতারে একদিনে নতুন করে এক হাজার ৫১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারে এ পর্যন্ত ৭৬ হাজার ৫৮৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ২৯৬ জন।

এছাড়া আজ করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। পার্সটুডে

Share this post

scroll to top