সোমবার থেকেই বসছেন ভার্চ্যুয়াল আপিল বিভাগ

করোনা মহামারিকালে ১২ মার্চের পর প্রথমবারের মতো ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সোমবার (১৩ জুলাই) বসছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববার (১২ জুলাই) বিকেলে সোমবারের জন্য কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ২০টি মামলা তালিকাভুক্ত করা হয়েছে।

এর আগে রোববার সকালে এ বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন’ অনুসরণ করতে তথ্য-প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমোদন দিয়েছেন।

‘আপিল বিভাগের ভার্চ্যুয়াল কোর্টে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোয়া একটা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।’

Share this post

scroll to top