সেমিফাইনালে ওঠার সামর্থ্য আছে আমাদের : মুশফিক

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের নকআউট পর্বে যাওয়ার যথেষ্ট সমার্থ্য আছে বলে বিশ্বাস করেন দলের উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন মুশফিক।

মুশফিক বলেন, ‘আমরা তিন-চারজন আছি যারা এবার চতুর্থ বিশ্বকাপ খেলবো। অবশ্যই আমাদের ইচ্ছে আছে এবার বিশ্বকাপ ভালো কিছু করে স্মরণীয় করে যেন রাখতে পারি। অবশ্যই এটা অনেক কঠিন কাজ। যে কোনো কাজই এত সহজে পাওয়া গেলে মজাটা আর ওরকম থাকে না।’

মুশফিক ছাড়াও চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান।

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক দলের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘আমাদের দলের নকআউট পর্বে যাওয়ার যথেষ্ট সমার্থ্য আছে। আর নক আউট পর্বে গেলে যে কোনো কিছু ঘটতে পারে এটাই সবাই জানে।’

বিশ্বকাপের ১২তম আসরে গ্রুপপর্বে প্রতি দল খেলবে একে-অপরের বিপক্ষে। এরপর সরাসরি সেমিফাইনাল। মুশফিকের বিশ্বাস, সেমিফাইনালে ওঠার মতো শক্তি রয়েছে দলের। আর সেমিতে উঠলে নিশ্চয়ই বাদ পড়ার জন্য কেউ মাঠে নামবে না!

বিশ্বকাপে ভালো করতে আয়ারল্যান্ড সিরিজকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন মুশফিক। তিনি বলেন, ‘সামনে আয়ারল্যান্ড সিরিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড সফরের পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। সেই আমেজটা পাওয়া এবং দল হিসেবে একতাবদ্ধ হওয়া—আমার মনে হয় আয়ারল্যান্ড সিরিজ থেকে এটা শুরু হবে।’

ইংল্যান্ডে ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের অপর দল ওয়েস্ট ইন্ডিজ। ৭ মে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে ত্রিদেশীয় এই সিরিজ শুরু করবে বাংলাদেশ দল।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top