সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া

সীমিত ওভারের সিরিজ খেলতে সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অজিদের এই সফরে যাওয়ার কথা জুলাইয়ে। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। তবে ওযেস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সফলভাবে সিরিজ আয়োজেন করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইসিবি সম্মত হয়েছে আগামী মাসে দুই দেশের মধ্যকার এই সিরিজ আয়োজনের।

এই সফরে ইংলিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ৪, ৬ ও ৮ সেপ্টেম্বর, সাউদ্যাম্পটনে। ১১, ১৩ ও ১৬ জুলাই ম্যানচেস্টারে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আশা করা হচ্ছে, ২৪ আগস্ট ইংল্যান্ডে পা রাখবে জাস্টিন ল্যাঙ্গারের স্কোয়াড। এরপর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে অজিরা। টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৭ আগস্ট সাউদ্যাম্পটনে যাওয়ার আগে ডার্বিশায়ারে অনুশীলন করবে তারা।

অনুশীলনের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ৫০ ওভারের এটি আন্ত-স্কোয়াড ম্যাচ খেলবে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

Share this post

scroll to top