সু-প্রভাত বাস চলাচলের অনুমতি চেয়ে চিঠি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় বন্ধ হওয়া সু-প্রভাত পরিবহনের ১৬৩টি বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ’র চেয়ারম্যানকে দেয়া চিঠি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল।

এর আগে গত ২০ মার্চ রাজধানীর প্রগতি সরণিতে বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় রাজধানীতে সু-প্রভাত পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধের নির্দেশ দেয় বিআরটিএ।

পরে গত ১ এপ্রিল সু-প্রভাত পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আশরাফ আলী ১৬৩টি বাস রাস্তায় চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ-কে চিঠি দেন। চিঠির কোনো জবাব না পেয়ে গত ৮ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাসগুলোকে চলাচলের অনুমতি দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু তারপরে অনুমতি না দেয়ায় গতকাল হাইকোর্টে রিট করে আশরাফ আলী।

রিটের শুনানি নিয়ে চলাচলের অনুমতি চেয়ে দেয়া চিঠি বিআরটিএ-কে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট।

গত ১৯ মার্চ সকাল ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত পরিবহনের একটি বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে সু-প্রভাত পরিবহনের সব বাস চলাচল বন্ধ করা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top