সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে গ্রাম পুলিশ: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। আর সরকারের এ সুশাসন প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে সহায়ক ভূমিকা পালন করছে গ্রাম পুলিশ।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত শতাধিক গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজীসহ উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

পলক বলেন, একসময় মানুষ ডাকাতের ভয়ে শান্তিতে ঘুমাতে পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তাদের কাজের স্বীকৃতি হিসেবে বর্তমান সরকার গ্রাম পুলিশদের বেতন-ভাতার পরিধি বৃদ্ধি করেছে। ভবিষ্যতে তাদের সুযোগ সুবিধার পরিধি আরও বাড়নো হবে।

Share this post

scroll to top