সুশান্তের মৃত্যু, এক বছরেও চার্জশিট দেয়নি গোয়েন্দা সংস্থা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ১৪ জুন মুম্বাইয়ের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এক বছরেও তার মৃত্যুর ঘটনায় চার্জশিট দিতে পারেনি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।

সুশান্তের মৃত্যুর পর তিনি আত্মহত্যা করেছেন এমন বিবেচনায় মামলা হয়েছিল। পরে তাকে খুন করা হয়েছে কী না- তা তদন্তে কাজ শুরু করে সিবিআই। এখনো আদালতে চার্জশিট জমা দেয়নি তারা।

সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় এক মাস জেলে ছিলেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। তিনি এখন জামিনে আছেন।
সুশান্তের মৃত্যুর পর বলিউড তারকাদের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের প্রেমিকা সারা আলী খান, বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপালসহ বেশ কয়েকজন তারকাকে। সুশান্তের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সঞ্জয় লীলা বানশালিসহ বেশ কয়েকজন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালককেও। কিন্তু বহু প্রশ্নের উত্তর এখনো অজানাই রয়ে গেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Share this post

scroll to top