সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আমালের শিশু দিবস উদযাপন

বাকৃবি প্রতিনিধি : আমাল ফাউন্ডেশন’ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে হাইজিন শিক্ষা, চেয়ার ও নুডুলস বিতরনের মধ্য দিয়ে উদযাপন করল ভিন্নধর্মী শিশু দিবসের। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সম্প্রতি সংগঠনটি হোপ হিউমানিটি ফাউন্ডেশনের অক্ষর বিদ্যাপিঠ স্কুলে ৪০ টি চেয়ার, নুডলস ও শিশুদের হেলথ এন্ড হাইজিন বিষয়ে শিক্ষা দেয়। এছাড়াও স্যাভলনের সহায়তায় সাবান বিতরণ করা হয় ।

আমালের ইন্টারন্যাশনাল ইন্টার্ন এলিনা উপস্থিত থেকে এসব বিতরণ করেন। তিনি একজন ফ্রান্সের নাগরিক যিনি অতি উৎসাহের সাথে এই ইভেন্টে অংশ নেন এবং শিশুদেরকে হাইজিন সম্পর্কিত শিক্ষা দেন।

এ বিষয়ে জানতে চাইলে আমালের প্রতিষ্ঠাতা পরিচালক ইশরাত করিম ইভ বলেন, অযত্নে, অবহেলা, অশিক্ষা ও অপুষ্টির শিকার এদেশের হাজার হাজার শিশু। চরম দরিদ্রতার কষাঘাতে জর্জরিত পরিবারের জন্ম নেয়া এসব শিশুর ভবিষ্যত প্রায় অন্ধকার। প্রাথমিক শিক্ষার গন্ডি পেরনোর আগেই ঝরে পড়ছে বেশিরভাগ শিশুর শিক্ষাজীবন। আমরা চাই এটি না হোক। তার জন্যই আমরা এসব উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের সকলের সহযোগিতা পেলে সারাদেশেই এরকম কাজ ছড়িয়ে দিতে পারবো।

Share this post

scroll to top