সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত এলিভেটেড সড়ক হবে : পরিকল্পনা মন্ত্রী

বিশেষ প্রতিবেদক : সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত এলিভেটেড সড়ক হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। তিনি জানান, সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় হবে। শীঘ্রই এ প্রকল্প পাস করা হবে। আমাদের দেশ অভাবনীয় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার রাতে সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, সিলেটে একটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা আছে। আমার সহকর্মী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সিলেটের অন্য যারা মন্ত্রী আছি তারা চেষ্টা চালাচ্ছি।

সিলেট প্রেসক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, সিলেট বঙ্গবন্ধুর নামে একটি পার্ক স্থাপনের বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এ বিষয়ে প্রকল্প গ্রহণ করলে আমরা তাতে সায় দেব।

Share this post

scroll to top