সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

সিরাজগঞ্জে ত্রীবাহী বাস খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বগুড়া সোনাতলা থেকে শাহ ফাতেহ আলী নামে যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে তালুকদার বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা গ্রামের জনি (২৮) ও তার স্ত্রী বন্যা (২১) এবং একই উপজেলার শিমুলবাড়ি গ্রামের রাশেদের স্ত্রী মোটরসাইকেল আরোহী শাপলা খাতুন (২৭) নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

আহতদের মধ্যে ১২ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

Share this post

scroll to top