সাহেদকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান ব্যারিস্টার সুমনের

করোনা পরীক্ষায় জালিয়াতির ঘটনায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ফেসবুকে লাইভে ব্যারিস্টার সুমন সরকারের প্রতি এ আহবান জানান।

ব্যারিস্টার সুমন বলেন, ‘বাংলাদেশের কলঙ্ক, করোনাকালীন সময়ে যিনি বাংলাদেশকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সাহেদকে কেনও এখনও আইনের আওতায় আনা হয়নি। বড় বড় ক্রিমিনালকে যেখানে অল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ধরতে পারে, সেখানে সাহেদকে ধরতে নতুন কোনও ফোর্স লাগবে কিনা আমি সরকারের কাছে জানতে চাই। এমন কোনও ভিআইপি ব্যক্তি নেই যে তার সঙ্গে সাহেদের ছবি নেই। এখন যদি তাকে ধরা না হয়, তাহলে সাধারণ মানুষ ভাববে কোনও ভিআইপি ব্যক্তির বাসায় তাকে আত্মগোপনে রাখা হয়েছে। এর জবাব সরকারকেই দিতে হবে।’

তিনি বলেন, ‘ইতালিতে আমাদের প্রায় ১৯০ জনকে নামতে দেওয়া হয়নি। গতকাল ইতালির পত্রিকায় প্রধান শিরোনাম ছিল বাংলাদেশে করোনার সার্টিফিকেট জালের ঘটনা। সাহেদ বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। ’

এ বিষয়ে ব্যারিস্টার সুমন বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানকে আহ্বান জানাবো সাহেদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন।

Share this post

scroll to top