সাকিব খুবই বুদ্ধিমান বোলার: সাকলায়েন

আধুনিক যুগের ক্রিকেটে ব্যাটসম্যানদের আধিপত্য বিস্তার করে খেলতে দেখা যায়। বেশিরভাগ উইকেটই থাকে ফ্ল্যাট। ফলে বোলারদের করার থাকে সামান্যই। আর মাঠের সুবিধা না পেলে ব্যাটসম্যানদের সামনে যেন খোলা বই হয়ে যান স্পিনাররা।

তবুও এর মাঝে বেশ কয়েকজন স্পিনার নিজেদের জাত চিনিয়েছেন আলাদা করে। তাদের মধ্য থেকেই বর্তমান সময়ে নিজের পছন্দের সেরা স্পিনারদের বেছে নিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সাকলায়েন মুশতাক। ওয়ানডেতে প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করা বর্তমান এই স্পিন কোচের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। এই বাঁহাতি স্পিনারকে বুদ্ধিমান বলে দাবি করেছেন সাকলায়েন।

বর্তমান সময়ে সাকলায়েন সবচেয়ে বেশি নজর কেড়েছেন অজি অফ স্পিনার নাথান লায়ন। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে সাকলায়েন বলেন, ‘বড় দৈর্ঘ্যের ম্যাচে বিশ্বের সেরা স্পিনার নাথান লায়ন। কারণ সব বড় দল, এমনকি ভারত ও পাকিস্তানের বিপক্ষেও সে ভালো করেছে।’

এরপরই ভারতীয় দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদবের কথা টেনে বলেন, ‘অশ্বিনও ভালো বোলার, কিন্তু শুধু ঘরের মাঠে। সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ যাদব খুবই ভালো স্পিনার। ক্রিকেটীয় দিক থেকেও সে শিক্ষিত।’

আর এরপরই সাকিবের নাম নেন এই স্পিন বোলিং কোচ। বাংলাদেশের হয়ে কাজ করার সুবাদে সাকিবকে খুব কাছ থেকে দেখেছন সাকলায়েন। সেই প্রসঙ্গ টেনে সাকিবকে নিয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যখন কাজ করেছি, তখন সাকিব আল হাসানকে কাছ থেকে দেখেছি। সে খুবই বুদ্ধিমান বোলার।’

নিজের আলোচনায় পাকিস্তানি বোলারদেরও বেছে নিয়েছেন সাকলায়েন। তিনি শাদাব খানের মধ্যে সম্ভাবনা দেখছেন আর ইয়াসির শাহকে বিশ্বমানের স্পিনার দাবি করে বলেন, ‘পাকিস্তানে শাদাব অনেক প্রতিশ্রুতিশীল। আমার মনে হয় টেস্টেও সে ভালো করতে পারে। আর রেকর্ডই বলে ইয়াসির শাহ বিশ্বমানের স্পিনার।’

Share this post

scroll to top