সাকিবদের ‘ভয়ঙ্কর’ কলকাতা মাঠে নামছে আজ

হতাশাজনক প্রথম পর্বের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দ্বিতীয় পর্বে সোমবার তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। রাত ৮টায় শুরু হবে ম্যাচ। দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট-১।

প্রথম পর্বে কলকাতার অনেক তারকাই নিজেদের ছায়া হয়ে ছিলেন। বিশেষ করে অলরাউন্ডার সাকিব ব্যাট-বলে আলো ছড়াতে পারেননি। তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৮ রান, বল হাতে নিয়েছেন ২ উইকেট। পাশাপাশি দলীয় ফর্মও স্বস্তিদায়ক ছিল না। সর্বশেষ সাত ম্যাচের ৫টি হেরে যাওয়ায় কলকাতার প্লে-অফের রাস্তাটিও কঠিন হয়ে গেছে। পয়েন্ট তালিকায় এখন সাত নম্বরে তারা। এ কারণে হারানোর কিছু দেখছেন না কলকাতা অধিনায়ক ইয়ন মরগান। বরং মনে করছেন, এই পরিস্থিতিতে তার দল আরও ভয়ঙ্কর, ‘পেছনে তাকানোর সুযোগ নেই। এখান থেকেই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হারানোর কিছু নেই, তাই এই লেগে আমরা আরও ভয়ঙ্কর।’

করোনার কারণে প্রথম পর্বের পর বিরতি ছিল অনেক দিন। সাময়িক এই বিরতিকে প্রভাবক হিসেবে দেখছেন মরগান, ‘আমি ভীষণ আনন্দিত। প্রথম পর্বে যেহেতু ফল আমাদের পক্ষে আসছিল না। তাই আশা করছি, কিছুদিনের বিরতি আমাদের সহায়ক হবে।’

Share this post

scroll to top