সরকারের পতনই সব সমস্যার সমাধান: ময়মনসিংহে রুমিন ফারহানা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারের পতনই সব সমস্যার সমাধান। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আন্দোলনের মাধ্যমেই বাধ্য করা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই নির্বাচন দিতে। সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বর্তমান সরকার ১০টি আসন পাবে না। এবার নিশি রাতের ভোট হতে দেয়া হবে না।

সারাদেশে বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গ্যাসের মূল্য বৃদ্ধি ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত রোববার বিকেলে দলীয় কার্যালয়ের সমানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুজ্জামান বাচ্চু, আকতারুল আলম ফারুক, ডা. মাহবুবুর রহমান রানা ও অ্যাডভোকেট আল ফাত্তাহ, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, কৃষক দলের জেলা আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, ছাত্রদলের জেলা সভাপতি মাহবুবুর রহমান রানা, মহিলা দলের জেলা সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন প্রমূখ। এরআগে সভায় জেলা বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করেন।

Share this post

scroll to top