সড়ক দুর্ঘটনায় ২০১৯ সালে ৪,৩৫৬ নিহত : নিসচা

২০১৯ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় চার হাজার ৩৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আরো ১৯৮ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ২০১৯ সালে সড়ক ‍দুর্ঘটনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ছয়টি জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল, টেলিভিশন চ্যানেল এবং ‘নিরাপদ সড়ক চাই’ শাখায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি সংকলিত করা হয়।

গত বছর কমপক্ষে চার হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

Share this post

scroll to top