শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছেন সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে। তবে মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস সূত্র আরো জানায়, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সন্দ্বীপ, কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি সংলগ্ন অঞ্চলগুলোতে ছড়িয়ে যেতে পারে,’ আবহাওয়া অফিস জানায়, রাতে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়াও ৫ থেকে ৭-৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ১ নভেম্বর থেকে ২ ফেব্রুয়ারির পর্যন্ত সারাদেশে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৩৮৪ জন।। এই সময়ে ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। (সূত্র: ইউএনবি)

Share this post

scroll to top