শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা অমানবিক : রিজভী

সরকারের প্রণোদনা নিয়ে পোশাক মালিকদের শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা ‘অমানবিক ও মানবতাবিরোধী’ বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।

রোববার (৭ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পোশাক শিল্প মালিক সংগঠন বিজেএমইএ‘র সভাপতি জুন মাস থেকে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রণোদনার পাঁচ হাজার কোটি টাকা নেওয়ার পর এই ঘোষণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শ্রমিকদের জীবন-জীবিকাকে আমলে না নিয়ে ছাঁটাইয়ের কথা বলা চরম অমানবিক ও মানবতাবিরোধী।’

তিনি বলেন, ‘৫ হাজার কোটি টাকার প্রণোদনার বাইরে পোশাক কারখানার মালিকদের নগদ সহায়তা দেয় সরকার। এতো সুবিধা পাওয়ার পরও এই চরম দুঃসময়ে শ্রমিক ছাঁটাইয়ের এই ঘোষণা দিয়ে তারা অমানবিক কাজ করেছেন।’

পোশাক কারাখানায় শ্রমিক ছাঁটাই অব্যাহত আছে। লকডাউনে শুরুর পর থেকে প্রায় ৭০ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাদের রোজগার বন্ধ হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।’

বিশ্বব্যাংকের অর্থায়নে করোনা মোকাবিলার প্রকল্পে স্বাস্থ্য সরঞ্জামাদির কেনা চেয়ে সফটওয়্যার, ওয়েবসাইট উন্নয়ন, ডাটাবেজ তৈরি, সেমিনার অনুষ্ঠান, যানবাহনসহ পরামর্শখাতে ব্যয় বেশি ধরা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Share this post

scroll to top