শোক দিবসে মোশারফ করিমের শুটিং, শিল্পী সমিতির ক্ষোভ

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তারই হাতে গড়া এফডিসিতে শোক দিবস পালন করছেন চলচ্চিত্রের মানুষেরা। এ দিন এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে শুটিংয়ে অংশ নেন অভিনেতা মোশারফ করিম। এ ঘটনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে অনম বিশ্বাস পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন মোশারফ করিম।

এ ঘটনায় নিন্দা জানিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল বলেন, ‘পুরো দেশ যখন জাতীয় শোক দিবস পালনে ব্যস্ত ঠিক তখন জাতির জনক বঙ্গবন্ধুর গড়া এফডিসিতে শুটিংয়ে ব্যস্ত একজন শিল্পী। বিষয়টি জানতে পেরে আমার খারাপ লেগেছে। আমি মনে করি এটি খুব নিন্দনীয় একটি কাজ হয়েছে। আমরা এফডিসির এমডি মহোদয়কে বিয়ষটি অবগত করেছি।

অন্যদিকে চলচ্চিত্র শিল্পীর সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশে এসেও এমন চিত্র দেখতে হলো। আমরাও তো অনেক চলচ্চিত্রের শুটিং করেছি। ১৫ আগস্ট কখনও শুটিং করেছি এমন মনে পড়ে না। আজকের দিনে শুটিং করা মোটেও ঠিক হয়নি।’
এ দিকে অনম বিশ্বাস দুঃখ প্রকাশ করে শুটিং স্থগিত রাখেন। শুটিংয়ের বাকি অংশ তিনি আগামীকাল করবেন বলে জানান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে চলচ্চিত্র শিল্পী সমিতিতে কোরআন খতম দেয়া হয়েছে। দুপুরের পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চলচ্চিত্রশিল্পীরা।

Share this post

scroll to top