শেরপুরে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কের শিমুলতলা এলাকায় সোমবার রাতে বালুবাহী বেপরোয়া গতির ট্রাকচাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ১১টার দিকে ইজিবাইকের যাত্রী নুইরা মারা যান।

নিহত যাত্রীর নাম নুরুজ্জামান ওরফে নুইরা (৪০)। সে নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার গ্রামের মৃত আব্দুলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, রাত সাড়ে ৮টার দিকে নালিতাবাড়ী শহর থেকে ইজিবাইটি দুই যাত্রী নিয়ে শিমুলতলী এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বেপরোয়া গতির ট্রাক ইজিবাইকটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। দ্রুতগামী ট্রাকটি তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় ইজিবাইকচালক স্বপন মিয়াসহ দুই যাত্রী গুরুতর আহত হলে তাদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

ওসি জানান, দুর্ঘটনার পর নকলা উপজেলার ছত্রকোনা সেফাকুড়ি এলাকায় ঘাতক ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Share this post

scroll to top