শেরপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু

বন্যার পানিশেরপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তি নিহত ও আরেকজন আহত হয়েছে। নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউশা এলাকায় মঙ্গলবার মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে। ২২ জুলাই বুধবার ভোরে সোবাহান ওরফে ভুষি মিয়া (৫০) মারা যান। তিনি ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আহত একই এলাকার জামাল মিয়াকে (৪৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাউশা গ্রামের সোবাহান ওরফে ভুষি মিয়া ও প্রতিবেশী জামাল মিয়া বাড়ির পার্শ্ববর্তী বন্যার পানিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের দুজনকেই একটি বিষধর সাপ কামড় দিলে তারা আহত হয়। অচেতন অবস্থায় দুজনকেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোবাহান ওরফে ভুষি মিয়াকে বুধবার ভোরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামাল মিয়া এখনো চিকিৎসাধীন আছেন।

এনিয়ে শেরপুর জেলায় চলতি বন্যায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটল। মঙ্গলবার ছাগলের জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে বন্যার পানির স্রোতে ডুবে শেরপুরে সদর উপজেলার চরশ্রীপুর কান্দাপাড়া গ্রামের এক নারীর মৃত্যু ঘটেছে। নিহত উমেলা বেগম (৫০) আবুবকর সিদ্দিক ওরফে উমর ফারুকের স্ত্রী। শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

scroll to top