শেরপুরে পানিতে ডুবে ও বজ্রাঘাতে নিহত ২

Lightning-বজ্রপাতশেরপুরের পৃথক ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের শিশু নাফিজা (৪) পানিতে ডুবে ও বজ্রাঘাতে নালিতাবাড়ি উপজেলার সমশ্চুড়া গ্রামের জিয়াউর রহমানের (২০) মৃত্যু হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ও নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশু নাফিজার মৃত্যু হয়। সোমবার (৩ আগস্ট) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে ঘটনাটি ঘটে। নাফিজা শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের নুরুল ইসলামের মেয়ে। ঈদে বাবা মার সঙ্গে সে নানা নুর মোহাম্মদের বাড়ি বেড়াতে আসে। দুপুরে অন্য শিশুদের সঙ্গে সে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নালিতাবাড়ি উপজেলার সমশ্চুড়া গ্রামে বজ্রাঘাতে জিয়াউর রহমান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। বিকালে এ ঘটনা ঘটে। জিয়াউর রহমান ওই গ্রামের দুদু মিয়ার ছেলে ও নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকালে জিয়াউর নিজেদের ক্ষেতে আমন ধানের চারা রোপণ করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this post

scroll to top