শেরপুরে করোনায় প্রথম মৃত্যু

Sherpur-Corona

করোনায় আক্রান্ত হয়ে শেরপুরে প্রথম একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। সোমবার (১৮ মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

মৃত ব্যক্তি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আহমদ আলী (৩০)।

ডা. মোবারক জানান, শনিবার (১৬ মে) সকালের দিকে আহমদ আলী শ্বাসকষ্ট নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার আধ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। এরপর তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ বলে জানা যায়।

এদিকে সোমবার (১৮ মে) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শেরপুরের ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার তিনজন, নালিতাবাড়ী উপজেলার তিনজন, নকলা উপজেলার দুইজন ও শ্রীবরর্দী উপজেলার দুইজন রয়েছেন।

Share this post

scroll to top