শেরপুরের একটি শিশু পাওয়া গেছে: গ্রামের নাম বলতে পারছে না

রাজধানীর ডেমরা এলাকা থেকে একটি শিশু পাওয়া গেছে। শিশুটির বয়স ১০ বছর। শিশুটি এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার গায়ের রং শ্যাম বর্ণ। উচ্চতা ৩ ফুট ১০ ইঞ্চি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ২০২২) ডেমরা থানার টহল টিম এলাকায় ডিউটি করাকালীন মুক্তা নামের বছর দশের এক শিশুকে কান্না করতে দেখে তাকে থানায় নিয়ে আসে। টহল পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে নিজের নাম মুক্তা, বাবার নাম রমজান আলী ও মায়ের নাম জোলেখা বেগম এবং বাড়ি শেরপুর বলে জানায়। এর বাইরে সে আর কিছু বলতে পারছে না।

এ সংক্রান্তে ডিএমপির ডেমরা থানায় ৬ সেপ্টেম্বর ২০২২ একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর ২৭২।

ছবিতে প্রদর্শিত শিশুর কোন স্বজনের সন্ধান পেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Share this post

scroll to top