শেকৃবির নতুন প্রক্টর ড. হারুন

Harunশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও কৌলিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ সুমন নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

এর আগের প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে (হারুন) প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এছাড়াও পৃথক পৃথক আদেশে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাইউম, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হালিম, কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুর রহমান এবং কীটত্বত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাবেরা ইয়াসমিন।

দায়িত্ব নিয়ে ড. মো. হারুনুর রশিদ যুগান্তরকে বলেন, ক্যাম্পাসটা মাদকমুক্ত করা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে; যা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। এরপর ক্যাম্পাসের বস্তি উচ্ছেদ করতে কাজ করব। পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।

এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Share this post

scroll to top