শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনা আক্রান্ত

ভারতের জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে কোভিডের মৃদু উপসর্গ দেখা দিয়েছে। বর্তমানে তিনি কলকাতায় নিজ বাসায় আইসোলেশনে আছেন। পরিবারের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও জিনিউজের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২ জানুয়ারি মালদহে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন বর্ষীয়ান এই সাহিত্যিক। সেখান থেকে বাসায় ফিরে সর্দি-কাশিতে ভোগেন শীর্ষেন্দু। পরে করোনা পরীক্ষা করান। এতে তার রিপোর্ট পজিটিভ আসে।

লেখকের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায় বিষয়টি নিশ্চিত করে হিন্দুস্থান টাইমসকে জানান, সপ্তাহখানেক আগে শীর্ষেন্দুর দেহে করোনার উপসর্গ দেখা দেয়। তবে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

৮০ পেরোনো শীর্ষেন্দু জানিয়েছেন, করোনার কারণে তার অবসাদ দেখা দিয়েছে। খাবারে অরুচি ও শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। শীর্ষেন্দুর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সমরেশ মজুমদার, প্রচেত গুপ্ত।

Share this post

scroll to top