শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রয়াণবার্ষিকী পালিত

দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম প্রয়াণবার্ষিকী ছিল বৃহস্পতিবার (২৮ মে)। ১৯৭৬ সালে ২৮ মে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বরেণ্য এ শিল্পী।

করোনা মহামারীর কারণে জনসমাগম এড়িয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও পরিবারের পক্ষ থেকে জাতীয় কবি নজরুলের সমাধি সংলগ্ন জয়নুল আবেদিনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্পী শিশির ভট্টাচার্য, শেখ আফজালসহ অনুষদের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

শিল্পাচার্যের পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন ও তার স্ত্রী কোহিনুর আবেদিন।

জয়নুলের প্রয়াণদিবস ঘিরে নিসার হোসেন বলেন, এ দেশের শিল্পচর্চায় জয়নুল আবেদিন সব সময়ই আমাদের কাছের অনুপ্রেরণার উৎস। একইভাবে তার পরিবারের কাছেও আমরা কৃতজ্ঞ। এই দুর্দিনেও তারা এসে শ্রদ্ধা নিবেদন করেছে। শিল্পাচার্যের আদর্শকে আজও ধারণ করে আছে তার পরিবার। এ কারণেই এই দুঃসময়েও তারা জয়নুল আবেদিনের একটি ছবি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে। সেই ছবি বিক্রির অর্থ দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ কারুশিল্পীদের সহযোগিতা করা হবে।

Share this post

scroll to top