‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করছে সরকার’

‘সরকার শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) খুলে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে’ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুষ্ঠিত হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ খোলা ও পরীক্ষা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কারণ, এখন আর সেন্ট্রালি অত বড় বিধি-নিষেধ দেওয়ার মতো অবস্থা নেই। সেজন্য গত ১০ থেকে ১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব খুলে দিচ্ছে। যদিও ধরা পড়ছে। কিন্তু কী করবে, কতদিন আর বন্ধ রাখা যাবে? এজন্য আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছি। মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা চিন্তা (শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে) করছে, কীভাবে করা যায়। তারা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।’

Share this post

scroll to top