শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে, ঘোষণা সোমবার

করোনা সংকটের সময় শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জোর দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তাই চলমান ছুটি আরো ১৫ দিন বাড়তে পারে। সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এ মাসে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। তাই আমাদের যেহেতু ক্লাসগুলো সংসদ টিভিতে হচ্ছে সে ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান একে এখনই করোনার ঝুঁকিতে ফেলা উচিত হবে না। তাই সোমবার শিক্ষা মন্ত্রনালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হচ্ছে।’

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ‘দেশে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই যাচ্ছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নই আসে না। তাই আমাদের আরও কিছু সময় পরিস্থিতির ওপর নির্ভর করতে হবে। ফলে স্বাভাবিকভাবেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বৃদ্ধি করা হবে। আপাতত ১৫ দিন ছুটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

Share this post

scroll to top