শিকারী পাখি অবমুক্ত করলেন নকলার ইউএনও

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার বন্য প্রাণী নিরোধ আইনের আওতায় মঙ্গলবার সকালে উপজেলার ফেরুসা ও গড়েরগাঁও মোড়ে পেশাদার বক শিকারীদের ১১ টি শিকারী বক উন্মুক্ত করে দেন।

গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ফেরুসার সামসুল হকের বাড়ি ও গড়েরগাঁও মোড় থেকে কয়েকজন বক শিকারীকে শিকারকৃত অনেকগুলো বকসহ হাতে নাতে আটকের পর তাদের বাড়িতে গিয়ে বক শিকারের সরঞ্জামাদি ধ্বংস ও পালা বক গুলোও অবমুক্ত করে দেন। একই সাথে শিকারকৃত অনেকগুলি বকও ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য যে, বন্য প্রাণী নিরোধ আইনে বক শিকার করা দন্ডনীয় অপরাধ।

Share this post

scroll to top