লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে কামাল হোসেন (২৯) ও ফারুক হোসেন (২৪) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহরি গ্রামের চান্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত কামাল হোগলডহরী গ্রামের মৃত বাসু মিয়ার ছেলে ও ফারুক মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেফটিক ট্যাংক পরিস্কারের জন্য তিন জন শ্রমিক ঘটনাস্থল যান। ক্রমান্বয়ে দুই শ্রমিক ট্যাংকে প্রবেশ করে আর বের হচ্ছিলেন না। ভয়ে তৃতীয় জন আর ট্যাংকে প্রবেশ করেননি। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন কাজল বলেন, ‘কাজ করতে গিয়ে দুই শ্রমিক মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share this post

scroll to top