লক্ষীপুরে স্বেচ্ছাসেবীদের প্রবাসীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

লক্ষীপুরে বেসরকারী এনজিও নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবীদের সাথে প্রবাসীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে লক্ষীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) এর আয়োজনে সভায় বক্তব্য রাখেন এমআরসি বাংলাদেশের প্রতিনিধি এস এম রিফাত শাহরিয়ার, লাবিব মুরশেদ,কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইনট্রাক্টর আরিফুর রহমান সোহেল, শামছুল আলম, ইনট্রাক্টর রাশেদুল ইসলাম, প্রশিক্ষক মো: হাবিব, বেসরকারী এনজিও ভয়েস এর নির্বাহী পরিচালক সামছুল আলম লিটু, মাইন সুলতানা লাভলী, হোসেন আহমদ, সফিকুল ইসলাম, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান প্রমুখ।

এসময় বক্তারা অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মীর ও তাদের পরিবারের নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, মানবপাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া মধ্যস্বত্ত¡ভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাসসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।

Share this post

scroll to top