লক্ষীপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা

লক্ষীপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা ১৯ এপ্রিল (মঙ্গলবার) লক্ষীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবদুল হাই। দিনব্যাপি এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মানজুরুল ইসলাম, ল²ীপুরের সহকারী পরিচালক মো: এমদাদুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন উপজেলার ইউএনও, সাংবাদিক, আইনজীবী, গোয়েন্দা সংস্থার নেতবৃন্দ, শিক্ষক, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন দেশ থেকে মাদকের অপব্যবহার ও নিয়ন্ত্রণ করতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম ও সাংবাদিকসহ সকল পেশার লোকদের সহযোগীতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টা দেশ থেকে মাদকের অপব্যবহার রোধ ও সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব তাই আসুন সকলে একযোগে কাজ করি এবং সরকারের গৃহিত প্রদক্ষেপ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Share this post

scroll to top