লক্ষীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় লক্ষীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। ২৬ মার্চ (শনিবার) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়।

পরে শহরের মাদামস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড এ .এইচ এম কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ।

সকাল ৮টায় জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন পরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সাথে মতবিনিময় ও সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস

Share this post

scroll to top