লক্ষীপুরে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প অবহিতকরণ সভা

পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প অবহিতকরণ সভা লক্ষীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৭ অক্টোবর রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে এবং জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট সোসাইটি জেমস এর সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুরই আলম।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাস চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেমসের নির্বাহী পরিচালক মো: আসাদুজ্জামান চৌধুরী, সহসভাপতি আবুল মোবারক ভৃঁইয়া, প্রকল্পসমন্বয়কারী মো: রাশেদুল আমিন প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top