লকডাউন শিথিলের পর ভারতে একদিনে আক্রান্ত প্রায় ১০ হাজার

ভারতে সোমবার থেকে কয়েকটি ক্ষেত্রে লকডাউন শিথিলের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেন। একদিনে রেকর্ড ৯ হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হওয়ায় মঙ্গলবার ভারতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। এনিয়ে টানা সপ্তম দিন ৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেলো দেশে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪১ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, মোট ৪৯ লাখ ১৬ হাজার ১১৬টি। পরীক্ষাও বাড়ছে, সঙ্গে শনাক্তের সংখ্যায়। এ পর্যন্ত ভারতে ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।

করোনায় ভারতে মোট মৃত্যু সাড়ে ৭ হাজার ছুঁই ছুঁই। একদিনে ২৬৬ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৭ হাজার ৪৬৬ জনের।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভারতের ১ লাখ ২৯ হাজার ২১৫ জন মানুষ। এই রোগে সুস্থতার হার এখন ৪৮.৪৬ শতাংশ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্র। ৮৮ হাজারের বেশি আক্রান্ত হয়েছে সেখানে। মৃত্যুতেও তারা অন্য সব রাজ্যের চেয়ে এগিয়ে, মোট ৩ হাজার ১৬৯ জন।

Share this post

scroll to top