রোহিঙ্গা নারীদের জন্য স্কিল সেন্টার প্রতিষ্ঠা করল আমাল ফাউন্ডেশন

বাকৃবি প্রতিনিধি : রোহিঙ্গা নারীদের কারিগরি ও হস্তশিল্প শিক্ষা দিতে টেকনানাফের লেদা ক্যাম্পে স্কিল সেন্টার প্রতিষ্ঠা করল আমাল ফাউন্ডেশন। এখানে রোহিঙ্গা নারীদের সেলাই, কাটিং ও টেইলারিং এর ওপর প্রশিক্ষণ দেয়া হবে। বগুড়ার সারিয়াকান্দির মত রোহিঙ্গা ক্যাম্পের নারীদের প্রশিক্ষণ দিতেই তারা এ উদ্যোগ গ্রহণ করে বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আমালের প্রতিষ্ঠাতা পরিচালক ইশরাত করিম ইভ বলেন, আমরা বিশ্বাস করি নারী ক্ষমতায়ন ও শিক্ষায়। নারীদের লুকিয়ে থাকা দক্ষতাগুলো কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে চাই। রোহিঙ্গা ক্যাম্পের মত বগুড়ার চরেও আমরা সুবিধাবঞ্চিত নারীদের এমন সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছি। ২০১৭ সাল থেকে আমরা রোহিঙ্গাদের কল্যাণে কাজ করছি। এর আগে আমরা রোহিঙ্গাদের জন্য খাবার, নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন, পোশাক বিতরণ, বাসস্থানের ব্যবস্থা, হেলথ ক্যাম্প ও বৃক্ষরোপনের মত কাজগুলি করেছি। এরই ধারাবাহিকতায় রোহিঙ্গা নারীদের সাবলম্বী করতে স্কিল সেন্টার প্রতিষ্ঠা করলাম। আমরা চাই প্রতিটি নারী পুরুষের মত সাবলম্বী হউক। যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা এই উদ্যোগে আমাদের পাশে দাড়িয়েছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Share this post

scroll to top