রোযা সামনে রেখে ময়মনসিংহে প্রতিদিন ৮৬ মেট্রিক ট্ন মুড়ি ও চিড়া উৎপাদিত হচ্ছে

মুড়ি ও চিড়া উৎপাদনআসন্ন রমজানকে সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ময়মনসিংহ শিল্পনগরীর শিল্প প্রতিষ্ঠানগুলো চিড়া-মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন করছে। রমজান মাসে ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন অব্যাহত রাখা হয়েছে।

ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে উৎপাদিত চিড়া ও মুড়ি বৃহত্তর ময়মনসিংহসহ সারাদেশে সরবারহ করা হয়।

ময়মনসিংহের শিল্পনগরী কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম জানান, এ শিল্পনগরীতে মোট ৭২টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে রমজানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে ২৭টি শিল্প কারখানা চালু রাখা হয়েছে। এর মধ্যে সাতটি কারখানায় বর্তমানে দিনে ৮৬ মেট্রিক ট্ন মুড়ি ও চিড়া উৎপাদিত হচ্ছে। চিড়া-মুড়ি ছাড়া ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে জীবন রক্ষাকারী ওষুধ , বিস্কুট, কেক, রুটি, সরিষার তেল, মশার কয়েল, বালাইনাশক, প্রিন্টিং ও প্যাকেজিং পণ্য উৎপাদন অব্যাহত রয়েছে।

Share this post

scroll to top