রুশ এস-৩০০ মোকাবেলায় এফ-২২ পাঠাচ্ছে আমেরিকা

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ দেয়ায় পাল্টা ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।

‘দ্য ড্রাইভ’ ম্যাগাজিনের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক এক খবরে এমন তথ্য জানিয়েছে।

স্পুৎনিকের খবরে বলা হয়েছে, এস-৩০০ পাঠানোর জবাবে যুক্তরাষ্ট্র এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস যুদ্ধবিমান পাঠাতে পারে।

ইতিপূর্বে সিরিয়ায় হামলার সময় মার্কিন বাহিনী এফ-২২ এবং এফ-১৬ সিজে বিমান ব্যবহার করেছিল। তখন সিরিয়ার সেনারা বুঝতে পারেনি এসব বিমানকে তারা তাদের আকাশসীমায় কীভাবে মোকাবেলা করবে।

ড্রাইভ ম্যাগাজিন বলছে, ওয়াশিংটন আবারও সেই কৌশলে ফিরতে পারে যদিও এরই মধ্যে সিরিয়া সরকার নিয়ন্ত্রিত এলাকার কাছে এফ-২২ বিমান মোতায়েন করা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top