রাশিয়া বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে: জেলেনস্কি

রাশিয়া যে কোনো বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার রাতে দেওয়া একটি ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। খবর বিবিসির।

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইউরোপকে ব্ল্যাকমেইল করার জন্য জ্বালানিকে ব্যবহার করছে।

তিনি বলেন, বুধবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত দেখিয়েছে যে, ‘ইউরোপে কেউই রাশিয়ার সঙ্গে স্বাভাবিক কোনো অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার আশা করতে পারে না’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শুধু গ্যাস নয়, রাশিয়া যে কোনো বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে। দেশটি বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য সুযোগের অপেক্ষায় থাকে।

জেলেনস্কি বলেন, রাশিয়া ‘ঐক্যবদ্ধ ইউরোপকে লক্ষ্যবস্তু’ হিসেবে দেখে এবং যত তাড়াতাড়ি এ মহাদেশের সবাই এ বিষয়ে একমত হবেন যে— বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভর করা যায় না তত তাড়াতাড়ি সেখানে স্থিতিশীলতা আসবে।

Share this post

scroll to top