রাতে সন্তান প্রসব, সকালে এসএসসি পরীক্ষা দিতে গেলেন হাসিনা

পিরোজপুরের নাজিরপুরে রাতে সন্তান প্রসব করে সকালে এসএসসি পরীক্ষাকেন্দ্রে গেলেন হাসিনা আক্তার নামের এক প্রসূতি।

তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো: রায়হান ফকিরের স্ত্রী এবং জেলার সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মো: হালিম হোসেন হাওলাদারের মেয়ে।

তিনি স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

হাসিনার চলতি এসএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেয়া এবং রাতে বাচ্চা প্রসবের তথ্য নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায়।

তিনি জানান, হাসিনা আক্তার বিজ্ঞান বিভাগের অত্যান্ত মেধাবী ছাত্রী।

ওই প্রসূতির মা সাজেদা বেগম জানান, তার মেয়ে হাসিনা আক্তারকে গত এক বছর আগে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো: রাহেন ফকিরের সাথে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়।

বুধবার রাতে শ্বশুর বাড়িতে স্বাভাবিকভাবে তার একটি ছেলে সন্তান জন্ম হয়। তার ডাক নাম রাখা হয়েছে জায়ান। হাসিনা পড়া-লেখার প্রতি অত্যন্ত আন্তরিক। তাই সে রাতে বাচ্চা প্রসব করেও সকালে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে গেছে বলে জানান তার মা।

Share this post

scroll to top