রাঙামাটিতে আগুনে ৭৫ দোকান, বসতঘর পুড়ে ছাই

রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারে হোটেলের চুলার আগুনে ৭৫টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

রবিবার (১৪ জুন) বিকাল ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

জানা গেছে, জেলার অতি প্রাচীন সুবলং বাজারের হোটেল সাগরিকার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। নৌ ফায়ার স্টেশন না থাকায় সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় ফায়ারস্টেশনের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরে, রাঙামাটি সদর থেকে ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিভাতে যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রাঙামাটি ফায়ার স্টেশনের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, খবর পেয়ে নৌপথে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে ক্ষতির পরিমান কত, তা এখনও বলা যাচ্ছে না। চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করছেন তিনি।

Share this post

scroll to top