রংপুরে ট্রাক উল্টে ৪ নির্মাণ শ্রমিক নিহত

রংপুরের তারাগঞ্জে রডবোঝাই ট্রাক উল্টে চারজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক।

বুধবার (১ জুলাই) দুপুরের তারাগঞ্জ উপজেলার অনন্তপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে।

নিহতরা হলেন—নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাচু মাহমুদের ছেলে খয়রাত হোসেন (৫০), রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সমসের আলী ছেলে ফরহাদ হোসেন (২৫), একই এলাকার দর্জিপাড়ার ভেরা বানিয়ার ছেলে অনিল চন্দ্র (৪৫) ও দোলাপাড়া এলাকার কচি মাহমুদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুরের দিকে দিনাজপুর থেকে রড নিয়ে তারাগঞ্জের ব্যবসায়ী আতিয়ার রহমানের গুদামে যাচ্ছিল ট্রাকটি। তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা শ্রমিকরা রডের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিন্নাত আলী চারজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।

Share this post

scroll to top