যুবককে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: তিন মামলা, গ্রেপ্তার ৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে যুবককে হত্যা এবং পোড়ানোর ঘটনায় এ পর্যন্ত ৩ মামলা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) তদন্ত শুরুর দ্বিতীয় দিন রাত সোয়া ৮টা পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) তাপস সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুড়িমারী ইউনিয়ন পরিষদ, নিহত যুবকের পরিবার এবং পুলিশের পক্ষ থেকে একটি করে মোট ৩টি মামলা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাটগ্রাম উপজেলায় শহিদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে। পরে মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলে তারা। জুয়েল রংপুর শহরের প্রাণকেন্দ্র শালবন মিস্ত্রীপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুরের একটি স্কুলে লাইব্রেরিয়ান ছিলেন। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে চাকরি হারাতে হয়।

Share this post

scroll to top