যুক্তরাষ্ট্র থেকে আরও ৭২ হাজার ‘অ্যাসল্ট রাইফেল’ কিনছে ভারত

asolt rifleনিজ দেশের সেনার হাত শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র থেকে আরও অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত।

গতকাল সোমবার অতিরিক্ত ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাইফেল কিনতে খরচে হবে ৭৮০ কোটি টাকা।

এ নিয়ে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সেনার জন্য সিগ সয়ার রাইফেল কেনা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে অ্যাসল্ট রাইফেলের ঘাটতি মেটাতে ফাস্ট-ট্র্যাক ক্রয় চুক্তি আওতায় প্রথম দফায় ৭২ হাজার ৪০০ সিগ সয়ার রাইফেল কিনেছিল ভারত। দ্বিতীয় দফায় আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দেয়া হয়েছে।

শুধু রাইফেল নয়, আরও সামরিক সরঞ্জাম কেনার ছাড়পত্রও দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে ৭৮০ কোটি টাকার অ্যাসল্ট রাইফেল ছাড়াও সবমিলিয়ে প্রায় ২ হাজার ২৯০ কোটি টাকার সামরিক অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে বরাতে খবরে বলা হয়, অ্যাসল্ট রাইফেল ছাড়াও অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র কেনা হচ্ছে ৯৭০ কোটি টাকা দিয়ে। এই অস্ত্র দেশের নৌ ও বিমান বাহিনীর হাত শক্ত করবে। এ ছাড়া অত্যাধুনিক রেডিয়ো সেট কেনা হচ্ছে যুদ্ধক্ষেত্রে নিরাপদ ভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে। এ জন্য খরচ হবে আরও ৫৪০ কোটি টাকা।

Share this post

scroll to top