যুক্তরাষ্ট্রে ২৫ লাখের বেশি করোনা শনাক্ত

শনিবার শেষে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়ালো। বিভিন্ন রাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে মহামারি পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪১৯ জন। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ১২১ জনের পজিটিভ হয়েছে। এই সময়ে মারা গেছেন ৫০২ জন। দেশটিতে মোট মৃত্যু বেড়ে ১ লাখ ২৫ হাজার ৪৮০ জন। গোটা বিশ্বের এক চতুর্থাংশ প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

শনিবার দৈনিক আক্রান্তের রেকর্ড গড়েছে ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলিনা ও নেভাডা। ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে ফ্লোরিডায়। লকডাউন শিথিলের পর থেকে রাজ্যের সৈকত ও বারে ভিড় করছেন তরুণরা।

শুক্রবার দুই মাস পর প্রথম করোনা টাস্কফোর্স ব্রিফিংয়ে মার্কিন সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনা নিয়ে যুক্তরাষ্ট্র গুরুতর সমস্যার মুখে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্বশীল আচরণের অনুরোধ করেছেন তিনি। এছাড়া আরও বেশি করে করোনা পরীক্ষার আহ্বান করেন টাস্কফোর্সের শীর্ষ কর্মকর্তা।

Share this post

scroll to top