যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি হতে পারে অমিত শাহের বিরুদ্ধে

ময়মনসিংহ লাইভ ডেস্ক : ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকার স্বায়ত্বশাসিত সংস্থা ‘ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআরএফ)। ওই সংস্থা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে মার্কিন সরকারকে।

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অনেক আগেই অসন্তোষ প্রকাশ করছিল আমেরিকা। ওই আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ ও পুলিশি অভিযান নিয়ে  মঙ্গলবার বিবৃতিও দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছে, তাঁরা যেন হিংসার পথে না গিয়ে সংযত হন। সরকারের প্রতি তাদের বার্তা, ভারতে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকে সম্মান দেওয়ার জন্য আহবান জানিয়েছে।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতে কী হচ্ছে, সে দিকে প্রথম থেকেই নজর রাখছিল আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘‘ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যা ঘটছে, সে দিকে আমরা সব সময়ই নজর রেখেছি। প্রশাসনের কাছে আমাদের আবেদন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে রক্ষা করুন। আর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে আমরা বলছি, কোনও হিংসাত্মক ঘটনা ঘটাবেন না।’’

ইউএসসিআরএফের তরফে বলা হয়েছিল, ‘‘ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। এটি ভারতের সম্পদশালী ইতিহাস ও ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ বহুত্ববাদের বিরোধী।’’ কালকের বিবৃতিতে মার্কিন বিদেশ দফতরের ওই মুখপাত্র ফের সেই কথাই মনে করিয়ে দিয়েছেন দিল্লিকে। তিনি বলেছেন, ‘‘ভারত ও আমেরিকা ধর্মীয় স্বাধীনতা ও আইনের চোখে সমান অধিকারে বিশ্বাসী। আমেরিকা আবেদন জানাচ্ছে, সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার যেন সুরক্ষিত রাখা হয়।’’

Share this post

scroll to top