যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে।

আজ (৮ জানুয়ারি) তেহরান টাইমস জানিয়েছে, ইরানের কোম শহরে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেছেন। খামেনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো এই অঞ্চলে তাদের ‘দূষিত’ উপস্থিতি শেষ করা উচিত।”

মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের উপস্থিতি আর গ্রহণ করবে না বলেও উল্লেখ করেছেন তিনি। ইসলামী বিপ্লবের এই নেতা আরও বলেছেন, “জেনারেল কাশেম সোলেইমানির শাহাদাত বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লব এখনো বেঁচে আছে।”

আজ ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর এসব কথা বলেছেন আয়াতুল্লাহ খামেনি। ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। এরপর থেকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Share this post

scroll to top